সকল মেনু

সংখ্যালঘুর সম্পদ পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

৯.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ এপ্রিল : দখলকৃত সম্পদ পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগীরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান ।

মানববন্ধনে ভুক্তভোগী সংখ্যালঘুদের প্রতিনিধি শ্রী জ্যোতির্ম্ময় তপু বলেন , ‘আমরা বীরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশাসন ও ক্ষমতাসীনদের হাত করে প্রায় অর্ধশতাধিক হিন্দু পরিবার ও অসহায় মানুষের জমি সিরিজ আকারে দখল করে নিয়েছে দুলাল মেম্বার (ইউপি সদস্য) ও তার বাহিনী ।’

তিনি আরো বলেন,‘ দখলকৃত সব জমি সরকারের আইনে শতভাগ নিষ্কণ্টক। দখলকৃত জমির সকল ডকুমেন্ট স্থানীয় এসি ল্যান্ডসহ থানা, প্রশাসন ও সংসদ সদস্যের কাছে জমা দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে একাধিকবার জমি পুনরুদ্ধারের আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে এটা বাস্তবরূপ নেয়নি।’

তিনি বলেন, ‘আমার কোনো উপায় না পেয়ে দিনাজপুরের বীরগঞ্জ থেকে রাজধানীতে এসেছি। আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে জমি দখলকারীদের গ্রফতার ও এলাকার ভুক্তভোগীদের সম্পদ পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. মকলেছা বেগম, শ্রী প্রমথ কুমার রায়, জাবেদ ইসলাম চৌধুরী,মুহিত মাহমুদসহ প্রমুখ।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top