সকল মেনু

ভেনিজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৩ দিন

৪.আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৯ এপ্রিল : তেল-সমৃদ্ধ দেশ ভেনিজেুয়েলায় বিদ্যুতের ব্যবহার কমাতে এবং পাওয়ার গ্রিডের পতন এড়াতে সরকারি কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন। খবর ইউএসএ টুডে।

সম্প্রতি দেশটি বিদ্যুৎ সংকটে পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে সরকারি কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি তিনদিন করা হয়েছে বলে ভাষণে উল্লেখ করেন নিকোলাস মাদুরো।

নিকোলাস মাদুরো বলেন, বিদ্যুতের ৭০ ভাগ আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে এল নিনো জলবায়ুর প্রভাবে উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে। তাই এ ছুটির ফলে বিদ্যুৎ খরচ ২০ ভাগ সাশ্রয় হবে। আগামী দুই মাস শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশটির ১০ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী এই ছুটি ভোগ  করবেন।
তথ্যসূত্র :  ইউএসএ টুডে
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top