সকল মেনু

১২২ প্রতিষ্ঠানকে সম্মাননা মূসক দিবসে

Govt-logo20130708135256 হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: ১০ জুলাই, ২০১৩ সালের মূসক (মূল্য সংযোজন কর) দিবসে ১২২ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মূসক প্রদানকারী হিসেবে সম্মাননা দেয়া হচ্ছে।

সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ অনুযায়ী ২০১১-১২ অর্থবছরের জন্য জেলা পর্যায়ে এ পুরস্কার দেয়া হচ্ছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

আগামী ১০ জুলাই (বুধবার) বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ পুরস্কার প্রদান করবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, এ বছর ব্যবসায়ী, সেবা ও উৎপাদন এ তিন খাতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে ব্যবসায়ী খাতে ৪৭, সেবা ৩৫ ও উৎপাদনে ৪০টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়া হবে। এ বছর মূসক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘দেশের চাকা রাখতে সচল, মূসক দিব আমরা সকল’।

ব্যবসায়ী ৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, আড়ং ঢাকা, সেলিম অ্যান্ড ব্রাদার্স মুন্সীগঞ্জ, মেসার্স আর এইচ ট্রেডিং নারায়ণগঞ্জ, মেরিকো বাংলাদেশ লি: গাজীপুর, উত্তরা মটরস লি: ময়মনসিংহ, মাহীন ট্রেডার্স মানিকগঞ্জ, মেসার্স জুপিটার এন্টারপ্রাইজ টাঙ্গাইল।

মেসার্স ড্রেসিডেল চট্টগ্রাম, এএম চ্যানেল লি: কুমিল্লা, হাজী এন্টারপ্রাইজ ফেনী, সুলভ বিতান নোয়াখালী। হরিনারায়ণ মজুমদার অ্যান্ড সন্স লক্ষ্মীপুর, নাহার ট্রেডিং চাঁদপুর, উত্তরা মটরস লি: সিলেট, পি কে ট্রেডিং এজেন্সি সুনামগঞ্জ।

মেসার্স শরীফ স্টোরস হবিগঞ্জ, মেসার্স ব্লেস এন্টারপ্রাইজ মৌলভীবাজার, ওমর আলী রাজশাহী, মেসার্স আকিয়া কর্পোরেশন পাবনা, মেরিকো বাংলাদেশ লি: বগুড়া, আবদুল হামিদ ভূঁইয়া সিরাজগঞ্জ, সাইফুল অ্যান্ড সন্স চাঁপাইনবাবগঞ্জ।

মেসার্স কামাল অ্যান্ড ব্রাদার্স নওগাঁ, মেসার্স আরাফাত ট্রেডিং জয়পুরহাট, উত্তরা মটরস রংপুর, নাসির অ্যান্ড কোং কুড়িগ্রাম, মনি এন্টারপ্রাইজ দিনাজপুর, এন কে মোটরস লালমনিরহাট, মেসার্স নিবারণ চন্দ্র সাহা গাইবান্ধা।

ইমরোজ ট্রেডার্স ঠাকুরগাঁও, ট্রান্সকম বেভারেজ লি: খুলনা, মেসার্স জাবেদ এন্টারপ্রাইজ বাগেরহাট, আর কে ট্রেডিং সাতক্ষীরা, মেসার্স উত্তরা মটরস লি: বরিশাল, আকন ট্রেডিং পিরোজপুর।

আবদুল আজিজ গাজী ঝালকাঠি, মেসার্স দাস অ্যান্ড ব্রাদার্স পটুয়াখালী, মেসার্স হুমায়ূন স্টোর বরগুনা, মেসার্স ওয়াল্টন প্লাজা ভোলা, মেরিকো বাংলাদেশ লি: যশোর, মেসার্স আলাউদ্দিন স্টোর রাজবাড়ী।

আমিন মটরস মাগুরা, সৃজনী ট্রেড সেন্টার ঝিনাইদহ, ইসলাম স্টোর মেহেরপুর, জেলা বস্ত্রালয় (পরিবেশক) চুয়াডাঙ্গা, কাজ ট্রেডিং নড়াইল, মেসার্স গ্রীণ এন্টারপ্রাইজ।

সেবা খাতে ৩৫টি প্রতিষ্ঠান হলো, আইএসডি ইন্টার স্কুল ঢাকা, মেসার্স মালা মিষ্টান্ন ভান্ডার, মেসার্স সিকিউরা বিডি লি: নারায়ণগঞ্জ, ডি কস্টা ইউটিলিটি সার্ভিস লি: গাজীপুর, রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানিকগঞ্জ, কেডিএস লজিস্টিক চট্টগ্রাম, মাতৃভান্ডার কুমিল্লা, বনফুল অ্যান্ড কোং ফেনী, গ্রীণ হল কমিউনিটি সেন্টার নোয়াখালী।

মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লক্ষ্মীপুর, মৌসুমী সুইটস (১) চাঁদপুর, ক্যাফে আবদুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্রাক্ষ্মণবাড়িয়া, নাজিমগড় রিসোটার্স লি: সিলেট, ফুলকলি সুনামগঞ্জ।

মেসার্স হাইওয়ে ইন লি: হবিগঞ্জ, মেসার্স মৌলভীবাজার ফার্নিচার মৌলভীবাজার, বাংলাদেশ পর্যটন মোটেল কর্পোরেশন রাজশাহী, ইয়াকুব মটর গ্যারেজ ওয়ার্কশপ পাবনা।

হোটেল নাজ গার্ডেন বগুড়া, ধানসিঁড়ি দই ঘর সিরাজগঞ্জ, আদি চমচম চাঁপাইনবাবগঞ্জ, উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লার নওগাঁ, শিশু উদ্যান জয়পুরহাট, আর ডি আর এস আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রংপুর, হোটেল মেহেদী কুড়িগ্রাম, পাবনা সুইটস দিনাজপুর।

মেসার্স শিল্পী ভোজনালয় গাইবান্ধা, সেফ অ্যান্ড সেভ ইউনিট-২-খুলনা, মেসার্স হোটেল পশুর অ্যান্ড রয়েল বেঙ্গল রেস্টুরেন্ট বাগেরহাট, সোনারগাঁও হোটেল অ্যান্ড রেস্তোরা সাতক্ষীরা।

গার্ডেন ইন রেস্তোঁরা বরিশাল, হোটেল পদ্মা পিরোজপুর, মেসার্স পর্যটন হলিডে হোমস পটুয়াখালী, মেসার্স হোটেল তাজবীন বরগুনা, হোটেল হাসান ইন্টারন্যাশনাল যশোর।

উৎপাদনে ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মেসার্স টেকনো ভেঞ্চার লি: ঢাকা, এ এন জেট কপার ইন্ডা: লি: মুন্সীগঞ্জ, আবুল খায়ের স্টীল প্রোডাক্টস লি: নারায়ণগঞ্জ, মেসার্স আর এফ এল প্লাস্টিক লি: নরসিংদী, অ্যাকোয়া মিনারেল ওয়াটার অ্যান্ড সলবেন্টস প্লান্টস লি: গাজীপুর, রানার মটরস ময়মনসিংহ।

সুপারসাইন ইন্ডা: মানিকগঞ্জ, মেসার্স মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডা: লি: টাঙ্গাইল, হেমাস কনজুমার ব্র্যান্ডস লি: জামালপুর, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট লি: চট্টগ্রাম।

শফিউল আলম স্টীল রিরোলিং মিলস কুমিল্লা, আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরি ফেনী, গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লি: নোয়াখালী, চাঁদপুর লাইমস চাঁদপুর, আলম কেমিক্যাল ইন্ডা: ব্রাক্ষ্মণবাড়িয়া।

সিলকো ফার্মাসিউটিক্যালস লি: সিলেট, এ এম তালুকদার মিনারেল ওয়াটার অ্যান্ড পিউরিফিকেশন ইন্ডা: সুনামগঞ্জ, আর এ কে পেইন্টস প্রা: লি: হবিগঞ্জ, মেসার্স রাজঘাট চা বাগান মৌলভীবাজার, সপুরা সিল্ক মিলস লি: রাজশাহী, স্কয়ার এগ্রোভেট ডিভিশন পাবনা।

এসেনসিয়াল ড্রাগস বগুড়া, এসিআই ফুডস লি: সিরাজগঞ্জ, ঈগলু ফুডস লি: চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সুগার মিলস জয়পুরহাট, মেডিকো ফার্মা রংপুর, কাজি অ্যান্ড কাজি টি এস্টেট পঞ্চগড়।

কুড়িগ্রাম স্পিনিং মিল কুড়িগ্রাম, মেসার্স পিটিকন ইন্ডা: লি: দিনাজপুর, আবুল বিড়ি ফ্যাক্টরী লালমনিরহাট, নিউ রেজিয়া সোপ ফ্যাক্টরি ঠাকুরগাঁও, মেসার্স আবদুল্লাহ ব্যাটারি কোং লি: খুলনা।

মেসার্স দুবাই সিমেন্ট মিলস লি: বাগেরহাট, ইয়াকিন পলিমার লি: সাতক্ষীরা, অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস লি: বরিশাল, সাবিহা কেমিক্যাল ওয়ার্কস ঝালকাঠি, মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস বরগুনা, মেসার্স রেসকো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লি: যশোর, আল আমিন প্লাইউড, বিআরবি কেবল ইন্ডা: কুষ্টিয়া।

মূসক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও এনবিআর সদস্য মো. ফিরোজ শাহ আলম বাংলানিউজকে বলেন, দিবসটি পালনের জন্য এনবিআর এর পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। ১০-১৬ জুলাই ঢাকাসহ সারাদেশে মূসক সপ্তাহ পালন করা হবে। রাজস্ব গতি বাড়াতে মূসক প্রদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top