সকল মেনু

জি-৭ আউটরিচ মিটিংয়ে হাসিনাকে আমন্ত্রণ আবের

৫০.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ এপ্রিল : জি-সেভেন’র আউটরিচ মিটিংয়ে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার আনুষ্ঠানিক এই আমন্ত্রণ পান প্রধানমন্ত্রী।

আগামী ২৭ মে জাপানে এ মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশসহ সাতটি দেশ এই আউটরিচ মিটিং-এ অংশ নেবে। অন্যান্য দেশগুলো হল লাওস, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা, পাপুয়া নিউগিনি ও শাদ।

এছাড়া জাতিসংঘ মহাসচিব, ওইসিডি মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এডিবি’র প্রেসিডেন্ট ও আইএমএফ’র ম্যানেজিং ডিরেক্টর এ মিটিং অংশ নিবেন।

প্রধানমন্ত্রীর প্রেসউইং এসব তথ্য জানিয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top