সকল মেনু

৭ দিনের মধ্যে কমবে জ্বালানি তেলের দাম

৪.অর্থনীতি ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৫ এপ্রিল : আগামী ৭ দিনের মধ্যে প্রথম দফায় জ্বালানি তেলের দাম কমছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তিন ধাপে জ্বালানি তেলের দাম কমানো হবে। প্রথম দফায় লিটার প্রতি (পেট্রোল, অকটেন, ডিজেল) ৬ থেকে ১০ টাকা পর্যন্ত কমানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রড অয়েল) প্রতি ব্যারেলের দাম উঠেছিলো ১২২ ডলার। সেই দাম বাড়ার  কথা বলে বাংলাদেশেও ২০১৩ সালের ৪ জানুয়ারি জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।

তখন পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫ টাকা ও ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ানো হয়েছিলো।

ক্রুড অয়েলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে। প্রথম দিকে বলা হয়েছিলো, বিপিসি আগে লোকসান দিয়েছে সেগুলো পুষিয়ে নিক। একই সঙ্গে মনিটরিংও চরছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমানো হবে।

জ্বালানি তেলের দাম কমানোর জন্য বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিলো। এ বিষয়ে বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে  সরকারও।
এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১৮ টাকা কমিয়ে ৪২ টাকা করা হয়।

আন্তর্জাতিক বাজারের বর্তমান দাম প্রতি লিটার পেট্রোল-অকটেনের দাম পড়ছে ৫৫ টাকা। যা বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৬ ও ৯৮ টাকা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top