সকল মেনু

গাড়ির ব্রেক ফেল করলে করণীয়

৯.লাইফস্টাইল ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৪ এপ্রিল : গাড়ির ব্রেক ফেল করলে ঘাবড়ে যাওয়া চলবে না মোটেই। তৎক্ষণাৎ চিন্তায় আনতে হবে যে এটি খুবই সাধারণ একটি সমস্যা। একটু সতর্ক থাকলেই এ সমস্যা মোকাবিলা করা যায়। ১. প্রথমেই উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। মাথা ঠাণ্ডা করে ফেলুন সবার আগে। যত বেশি সম্ভব হর্ন দিন। ২. এর পরে অ্যাকসিলারেটর থেকে পা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে, সেটি বন্ধ করুন।৩. ব্রেকে প্রেশার কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন।৪. গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে।৫. এর পরে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।৬. রাস্তা যদি চওড়া এবং ফাঁকা থাকে, তা হলে আরো সুবিধা। ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরো কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না।৭. এইভাবে গতি অনেকটা কমে এলে বালি বা ঝোপের মতো কোথাও গাড়়িটি ভিড়িয়ে দিন। তবে পুকুর, নদী এড়িয়ে।আর সতর্কতা হিসেবে গাড়িতে চড়লেই সিট বেল্ট বাঁধার অভ্যাস গড়ে তুলতে হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top