সকল মেনু

মার্কিন কংগ্রেস ভবনে বন্দুকধারীকে পুলিশের গুলি

৩.আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩১ মার্চ : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সোমবার দুপুরে একজন বন্দুকধারী গুলি ছুড়েছেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে ক্যাপিটল হিল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

আটককৃত ওই ব্যক্তির নাম ল্যারি ডাউসন (৬৬) এবং তিনি টেনিসির বাসিন্দা বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত বছর তাকে কংগ্রেসের অধিবেশন চলাকালে ‘ঈশ্বরের দূত’ বলে চিৎকার করায় আটক করা হয়েছিল।

ক্যাপিটলের পুলিশপ্রধান ম্যাথু ভ্যারডেরোছা জানান, ক্যাপিটলের দর্শনার্থী প্রবেশ কেন্দ্রে নিয়মিত তল্লাশির সময় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে এবং পুলিশের দিকে তাক করে। এ সময় পুলিশ তাকে গুলি করে। এতে তিনি আহত হন।

ক্যাপিটল পুলিশ প্রধান জানান, ওই হামলাকারীকে গুলি করার সময় একজন নারী দর্শনার্থী সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো পুলিশ কর্মকর্তা হতাহত হননি।

ইস্টার্ন হলিডে উপলক্ষে সোমবার কংগ্রেসে ছুটি থাকলেও গুলির ঘটনার সময় অনেক পর্যটক ক্যাপিটল হিলে ঘুরতে এসেছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top