সকল মেনু

ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত

৪১.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ মার্চ : ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগও নিয়েছে সরকার। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অন্যান্য জ্বালানি তেলের দাম কবে থেকে কতটা কমবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামী মাসে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে ফার্নেস অয়েলের দাম কমানোর এই ঘোষণা দেয়া হবে।

সোমবার বিকেলে তিনি বলেন, আমরা (সরকার) বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে কতো কমানো হবে- সেটা যাচাই-বাছাই করে এক সপ্তাহের মধ্যে ঘোষণা দেয়া হবে।

অন্যান্য জ্বলানি তেলের দাম কমানো হবে কিনা- এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, শুধু ফার্নেস অয়েলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top