সকল মেনু

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মানববন্ধন

index ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মন্দিরের জমি দখল করে ভবন নির্মাণ কার্যক্রম বন্ধ ও দখল অবমুক্তকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঘন্টাব্যাপি কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জামতলা  মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক অলক সরকার, কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দিরের সভাপতি রবীন্দ্র নাথ দেব, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা প্রমূখ। এর আগে ইন্দ্র প্রসাদ দেব মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। পরে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করে। অবিলম্বে মন্দিরের জমি অবমুক্ত করে মন্দিরকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বক্তরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেখানে কতিপয় মতলববাজ সরকারী কর্মকর্তা-কর্মচারি সরকারের সুনাম ক্ষুন্ন করার পায়তারা হিসাবে মন্দিরের জমি দখল করে ভুমি অফিসের নামে ভবন তৈরির চেষ্টা করছে। এই চেষ্টা বন্ধ না করলে কঠোর কর্মসূচির ঘোষনা দেয়ার কথাও জানানো হয়। উল্লেখ্য, ভুরুঙ্গামারী ইন্দ্রপ্রসাদ দেব মন্দিরটি ১৯৬৫ সালে চিরকুমার ইন্দ্র প্রসাদ প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে ইন্দ্র প্রসাদ মারা গেলে এবং তার কোনো ওয়ারিশ না থাকায় ইন্দ্র প্রসাদের বিপুল জমির সাথে মন্দিরের জমিও ১নং খাস খতিয়ানে চলে যায়।  পরবর্তিতে মন্দিরের নামে ২৪ শতাংশ জমি বন্দোবস্ত দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করে। যা প্রক্রিয়াধিন। এ অবস্থায় মন্দির ঘেষে ইউনিয়ন ভুমি অফিস নির্মানের জন্য মাটি পরীক্ষা শুরু হয়। এতে ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top