সকল মেনু

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে বিমান বাহিনী প্রধান

10নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৮ মার্চ : বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ইন্টারন্যাশনাল এয়ার ওয়ারফেয়ার সম্মেলন-২০১৬’তে যোগ দিতে তুরস্কে গেছেন।

সোমবার তিনি সস্ত্রীক দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিমান বাহিনী প্রধান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়সহ তুরস্কের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

তার এ সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী ০৪ এপ্রিল বিমান বাহিনী প্রধানের তুরস্ক থেকে দেশে ফেরার কথা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top