সকল মেনু

ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

7.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৮ মার্চ : নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নে স্কুলছাত্রীকে  ইভটিজিংয়ের অভিযোগে জাফর আহাম্মেদ (২০) নামে একযুবককে ১০ মাস ১০ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দুপুর ১টার দিকে  সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ছিদ্দিক এ আদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আবু জাফর আহাম্মেদ ওই ইউনিয়নের সুরাতপুর গ্রামের মীর হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে ডুমুরুয়া গালর্স হাই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে ইভটিজিং করে জাফর। পরে স্থানীয় লোকজন ইভটিজিংকারী জাফরকে ধরে পুলিশে দেয়। দুপুরের দিকে সেনবাগ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে নিলে আদালত তাকে ১০ মাস ১০ দিনে সাজা প্রদান করেন।

সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ইভটিজিংয়ের অভিযোগে জাফরকে ১০ মাস ১০ দিনের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবু হাসান ছিদ্দিক  সাজার বিষয়টি নিশ্চিত করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top