সকল মেনু

ফণি ভূষণ চৌধুরীর প্রতি আইজিপির শ্রদ্ধা

index হটনিউজ ডেস্ক:  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম সদ্য পরলোকগত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, সাবেক সচিব ও পুলিশ সমন্বয়ক (আইজিপি সমতুল্য) ফণি ভূষণ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আইজিপি আজ রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ফণি ভূষণ চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জনাব চৌধুরীর প্রতি আরও শ্রদ্ধা নিবেদন করেছেন, সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) মোঃ নুরুল ইসলাম, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি অমূল্য ভূষণ বড়ুয়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ, র‌্যাব মহাপরিচালকের পক্ষে র‌্যাবের পরিচালক সেলিম মোঃ জাহাঙ্গীর এবং তাঁর দীর্ঘদিনের সহকর্মীবৃন্দ।      রাজারবাগ থেকে মরদেহ তাঁর সর্বশেষ কর্মস্থল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নেয়া হয়। সেখানে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদন শেষে আবার ঢাকেশ^রী মন্দিরে আনা হয়। সেখানে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে বিকেলে মরদেহ সৎকারের জন্য তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের উদ্দেশ্যে রওয়ানা হয়। সেখানে আগামীকাল সোমবার সৎকার করা হবে। এর আগে আজ দুপুরে ঢাকেশ^রী মন্দির থেকে মরদেহ রাজারবাগ পুলিশ লাইন্সে আনা হলে তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, অকৃতদার বীর মুক্তিযোদ্ধা ফণি ভূষণ চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে যুদ্ধ করে অবশেষে পরাজিত হয়ে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top