সকল মেনু

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 indexদুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা ঘটে। পরবতীর্তে মুক্তিযোদ্ধা উপজেলা ইউনিট, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ,আওয়ামীলীগ, বিএনপি, কমিউনিষ্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রেসক্লাব ও এনজিও শহীদ সন্তোষপার্কে মিলিত হয়ে শহীদ মিনারে ৭১ এর বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সুসং ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত সকল মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। বরন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, ওসি খাঁন হুমাযুন কবীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ,সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ,পৌর মেয়র হাজী মৌলানা আঃ ছালাম,  মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তাং, প্রমুখ। আলোচনা শেষে পুলিশ, আনসার ভিডিপি, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা অতিথিদের সালাম প্রদর্শন সহ শারীরীক কুচকাওয়াজ এ অংশ নেয়। এছাড়া দুপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজ, বস্ত্র বিতরন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top