সকল মেনু

ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ

Sherpur_District_Map_Bangladeshশেরপুর থেকে শাহরিয়ার আহম্মেদ শাকির:আজ শেরপুরের নালিতাবাড়ী নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

কলেজ অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, আওয়ামী লীগ নেতা মুকছেদুর রহমান লেবু প্রমুখ। এর আগে কৃষিমন্ত্রী ও অতিথিদের উপস্থিতিতে ১ কোটি সাড়ে ৩৪ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধে শহীদ নাজমুলের ছোট ভাই সাদরুল আহসান মাসুকে দিয়ে। এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বাস্তবমুকী পদক্ষেপ গ্রহণ করায়, শিক্ষায় অনেক দূও এগিয়েছে। প্রতিটি কলেজ, বিশ্ব বিদ্যালয়ে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ মান।

বিকেলে মুক্তিযোদ্দা বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ তাজুল ইসলাম নালিতাবাড়ীতে ৬তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top