সকল মেনু

মানববন্ধন ও প্রতিবাদ সভা

downloadমৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের অপহৃত ব্যবসায়ী মজিদুর রহমান একলিমকে উদ্ধারের দাবীতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা করে জেলা সাউন্ড ও মাইক সার্ভিস মালিক সমিতি।সোমবার দুপুর ২টায় মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা জানান গত ৩০ জুন ব্যবসায়ী একলিমকে অপহরণ করা হয়। অপহরনের পর স্ত্রী জুলেখা আক্তার রানুর মোবাইলে মুক্তিপন চেয়ে ৯ লক্ষ টাকা দাবী করে অপহরণ কারীরা। এর পর থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে ৯ লক্ষ টাকা দাবী করে আসছে। টাকা পরিশোধ না করলে তার স্বামীকে হত্যার হুমকি দেয় তারা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সজীব দে, জুয়েল আহমদ, রুপক দেব, প্রানঞ্জীত দেব, আল-আমিন, অপহৃত ব্যবসায়ীর স্ত্রী জুলেখা আকতার রানু , তার ছোট ভাই নুরুল আমীনের স্ত্রী রীমা আকতার প্রমূখ। পরে ব্যবসায়ী নেতা ও তার স্ত্রী জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন। অপহৃত ব্যবসায়ীর স্ত্রী জুলেখা আকতার রানু কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, তার স্বামীকে প্রশাসন অভিলম্বে ফিরিয়ে এনে তার কাছে দিব এমনটাই আশা করছেন। একটি ছোট মেয়ে জুইকে নিয়ে তিনি নাওয়া খাওয়া ছেড়ে প্রতিক্ষন অপেক্ষায় রয়েছেন স্বামীর এবং মেয়ে পথ চেয়ে আছে বাবা কবে আসবে। তিনি তার স্বামীকে অভিলম্বে ফিরিয়ে দেবার দাবী জানান প্রশাসনের সকল কর্মকর্তাদের নিকট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top