সকল মেনু

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদন্ড

1458665305নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ মার্চ : লক্ষ্মীপুর জেলার রায়পুরে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যার দায়ে শাহাজান মিয়া বেপারী ওরফে খোকন নামে স্বামীর মৃত্যুদন্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এই আদেশ প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত খোকন রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী বেপারীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৫ ডিসেম্বর জেলার রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের শাহাজান মিয়া দাবিকৃত যৌতুক না পেয়ে তার স্ত্রী আমেনা খাতুন ডলিকে নিজ বসত ঘরে মাথায় আঘাত করে হত্যা করে।

এই ঘটনায় নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেয়। এসময় তার ৫ লাখ টাকা জরিমানারও আদেশ দেয়া হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top