সকল মেনু

ভারত এখন বাংলাদেশের চাপে

12042628_10156672150755471_1480681685539041362_n1458741638ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের সুপার টেনের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।  তবে তিনি ভারতের অধিনায়ক ধোনিকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন।

টস হেরে ব্যাট করছে ভারত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান। ব্যাট করছেন জাদেজা ও ধোনি।

দলীয় ৪২ রানে মুস্তাফিজের দ্বিতীয় ওভারের শেষ বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা (১৮)। দলীয় ৪৫ রানের সময় সাকিবের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন  শিখর ধাওয়ান (২৩)। দলীয় ৯৫ রানের মাথায় শুভাগত হোমের বলে সরাসরি বোল্ড হয়ে যান কোহলি। এরপর দলীয় ১১২ রানের মাথায় পর পর দুই বলে রায়না ও পান্ডেকে সাজঘরে ফেরান আল-আমিন।

দলীয় ১১৭ রানের মাথায় মাহমুদউল্লাহর বলে আল-আমিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন যুবরাজ।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আছে। সাকলাইন সজীবের পরিবর্তে দলে ঢুকছেন তামিম ইকবাল। ভারত দলে আজ কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেনে যে দল নিয়ে মাঠে নেমেছিল সেই অপরিবর্তিত দল নিয়েই আজ খেলছে তারা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনী, হার্দিক পান্ডিয়ে, রবিন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top