সকল মেনু

জনগন মিথ্যাকে বাদ দিয়ে সত্যকে বেছে নেবে-মাহবুব-উল-আলম হানিফ

fdsকাঞ্চন কুমার,কুষ্টিয়া থেকে: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মিরপুর-ভেড়ামারার গণমানুষের নেতা মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, শাপলা চত্তরে হেফাজতে ইসলামের মৃতের সংখ্যা নিয়ে মিথ্য বিভ্রাট ছড়িয়ে এখন পর্যন্ত জনগণকে উষ্কানি দিচ্ছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগন মিথ্যাকে বাদ দিয়ে সত্যকে বেছে নেবে। এ দেশের উন্নয়ন করতে হলে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন বক্তব্যে তিনি মিথ্যাচার করে চলেছেন। বিএনপি নেত্রী নিজে বিদেশী পত্রিকায় লেখা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের ভাবমূর্তি নষ্ট করে জিএসপি সুবিধা বন্ধ করেছেন। এতে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরো বলেন, ভেড়ামারা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত জিকে ক্যানেলের উপর নির্মিত সকল ভাঙা ব্রিজগুলো নির্মান ও অনান্য অবকাঠামো উন্নয়নের জন্য ১৬৩ কোটি টাকার টেন্ডার, আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়াম নির্মানের লক্ষে ৭০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় গেলে জননেত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে মিরপুর-ভেড়ামারা তথা বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি সোমবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাজারে প্যারীসুন্দরী সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদরপুর ইউপি চেয়ারম্যান ত্যাগী ও সংগ্রামী নেতা কামারুল আরেফিনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রসাশক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও খোকসা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রসাশক জাহিদ হোসেন জাফর, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান লেলিন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পোড়াদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, মিরপুর পৌর মেয়র হাজ্বী এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ্জেল হোসেন। আরো উপস্থিত ছিলেন গাংনীর সাবেক এমপি মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাড. শফিউল আলম, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমন, ভেড়ামারা পৌর মেয়র শামীমুল হক ছানা, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হক রবি, নজরুল ইসলাম সেন্টু, সাবেক সাংগাঠনিক সম্পাদক আতাহার আলী, রুহুল আলম, সাবেক প্রচার সম্পাদক ও বহলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শাহজাহান আলী শাহার, শিক্ষা বিষয়ক সম্পাদক শামছুল আরেফিন অমূল্য, সহ-প্রচার সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, জেলা যুবলীগের সদস্য রিয়াজতুল্লাহ মালিথা, ফারুকুজ্জামান জন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী টুটুল, তালবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু, ধুবইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ছাতিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন খান, ডেপুটি কমান্ডার ডা. মো. চাঁদ আলী, সদরপুর ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাজেদুর আলম বাচ্চু, আমলা ইউপি সদস্য সিদ্দিক আলী, আমলা প্রেস ক্লাবের সভাপতি সালিম খাঁন,সাধারণ সম্পাদক গোলাম কিবরীয়া মাসুম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top