সকল মেনু

কোটালীপাড়ায় সাড়ে ৩ হাজার সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন

index গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সমাজের সাড়ে ৩ হাজার সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালন করা হয়েছে। আজ সোমবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির স্পন্সরশীপ প্রোগ্রামের আয়োজনে শান্তি কুটির মিশন প্রাঙ্গনে এ জন্মদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিলাল হোসেন আগত শিশুদের ফুল দিয়ে বরণ করে নেন। এর পর তিনি কেক কেটে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাক্চী, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির সিনিয়র ম্যানেজার অনন্ত চাকমা, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া এডিপির স্পন্সরশীপ প্রোগ্রামের টিম লিডার যোহন মূরমু ও  শিক্ষা প্রকল্পের ম্যানেজার পিন্টু মন্ডল উপস্থিত ছিলেন।
জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুল ছাত্রী সুশ্রী মিত্র ও অন্তরা বসু বলেন,জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানাছিল না।এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিলাল হোসেন বলেন, সুবিধা বি ত এ সব শিশুদের পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল থাকার কারনে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির সিনিয়র ম্যানেজার অনন্ত চাকমা অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা,বুদ্ধি,জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ  করে।
অনুষ্ঠানে আগত সাড়ে ৩ হাজার শিশুকে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার সামগ্রী  দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top