সকল মেনু

তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনে অর্থনীতিও শক্তিশালী হবে: পলক

১২.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২১ মার্চ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ সমাজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, প্রযুক্তি জ্ঞানকে ইতিবাচক ভাবে কাজে লাগানোর অসংখ্য ক্ষেত্র রয়েছে। এ সব ক্ষেত্রকে ব্যবহার করতে পারলে তাদের আর্থিক অবস্থান ভালো হবে এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

তিনি রোববার জেলার সিংড়া উপজেলায় আলহাজ্ব আব্দুর রহিম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নব নির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এক কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে কলেজের এই একাডেমিক দ্বিতল ভবন নির্মাণ কাজ শেষ করে। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রুদ্রের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top