সকল মেনু

‘যত বড় ক্ষমতাধর হোন, আদেশ দিতে কুণ্ঠাবোধ করব না’

১১.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২১ মার্চ : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা অনেক সহ্য করেছি। আপনি যেই হোন না কেন, সংবিধান রক্ষায় যে কোনো আদেশ দিতে কুণ্ঠাবোধ করব না।’ দুই মন্ত্রীর আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যত বড় ক্ষমতাধর হোন না কেন, আইন সব সময় সোজা পথে চলে।’

রোববার দুই মন্ত্রীর আদালত অবমাননার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

দুই মন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও আবদুল বাছেদ মজুমদার শুনানিতে অংশ নেন। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘সাধারণ নাগরিক ও একজন মন্ত্রীর অপরাধ এক নয়, আইনজীবী হিসেবে আপনারা কী মনে করেন? এটা সুপ্রিম কোর্ট সংবিধানের চুল পরিমান ব্যর্থয় আমরা করতে পারি না। সংবিধানের বাইরেও আমরা কোনো রায় দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘মীর কাসেমের মামলা থেকে প্রধান বিচারপতি যদি নিজেকে প্রত্যাহার করে নিতেন। তাহলে দেশে দাঙ্গা লেগে যেত, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল হয়ে যেত। এই আপিল বিভাগ থেকে যুদ্ধাপরাধের বিচারের অনেক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top