সকল মেনু

পোশাক কারখানা পরিদর্শনে আসছে ইউরোপের ৭০ প্রতিষ্ঠান

garments-300x200হটনিউজ: পোশাক কারখানা পরিদর্শনে আগামী নয় মাসের মধ্যে বাংলাদেশে আসছে ইউরোপের ৭০টি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান। শ্রমিক নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে তহবিল গঠন করে আর্থিক সহায়তাও দেয়া হবে বলে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ১১’শরও বেশি শ্রমিকের প্রাণহানির ঘটনার পর ব্যবসায়িক দায়িত্ববোধ থেকেই তারা এই পদক্ষেপ নিয়েছে। ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেনসার এবং পিভিএইচ-এর মতো বিখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। এর আগে, অনুন্নত শ্রম পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা- জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top