সকল মেনু

পাকিস্তানের মদদে খালেদা জিয়া দেশে ষড়যন্ত্র করছে : নৌমন্ত্রী

৩৯.নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ২০ মার্চ : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস কাশিমবাজার কুঠিতে রূপ নিয়েছে। এ দূতাবাসে ষড়যন্ত্র হচ্ছে। যেমন নবাব সিরাজউদ্দৌলার শাসনামালে নবাবের বিরুদ্ধে  কাশিমবাজার কুঠিতে ষড়যন্ত্র হতো, তেমনি পাকিস্তানের মদদে খালেদা জিয়া বাংলাদেশে ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া বাংলাদেশের ঘষেটি বেগম। খালেদ জিয়া আন্দোলনের নামে ১৭ পুলিশ, ২বিজিবি, ২ জন মুক্তিযোদ্ধা, শ্রমিকসহ অসংখ্য মানুষকে বোমা মেরে ও  পুড়িয়ে মেরেছে। আন্দোলনের নামে তারা অনির্দিষ্টকালের অবরোধ দিয়ে মানুষ হত্যা করেছে।

শনিবার বিকালে খুলনার শহীদ হাদিস পার্কে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন খুলনার আয়োজনে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নৌমন্ত্রী এ কথা বলেন।

‘খালেদা জিয়া মানে গণতন্ত্র, গণতন্ত্র মানেই খালেদা জিয়া’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের সমালোচনা করে শাজাহান খান বলেন, ‘সন্ত্রাস মানেই খালেদা, খালেদা মানেই জঙ্গিবাদ। ’

পাকিস্তানের কাছে পাওনা ৩৫ হাজার কোটি টাকা ফেরত আনার দাবি জানান শাজাহান খান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তেমনিভাবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালন করতে হবে বলে দাবি জানান তিনি।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলেছে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক সেই সময় বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন খুলনার আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি এ সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তৃতা করেন এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, ইমদাদ হোসেন, আলাউদ্দিন মিয়া, এ বিএম সুলতান আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, জাতীয় পার্টির (এ) মোল্লা মুজিবুর রহমান, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ রনো। সমাবেশ পরিচালনা করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন খুলনার সদস্য সচিব অধ্যাপক আলমগীর কবীর।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top