সকল মেনু

নেত্রকোনায় হাওরাঞ্চলের ভূমিহীনদের খাসজমি প্রদানে সভা

IMG_2576নেত্রকোনা: নেত্রকোনায় হাওরাঞ্চলের ভূমিহীনদের খাসজমিতে প্রবেশাধিকার বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ বাড়াতে সচেতনতামুলক কর্মমাশালার হয়েছে।

সোমবার সকালে স্থানীয় সার্কিট হাউজে কেয়ার বাংলাদেশ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি এই আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার মান্নুর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া,কেয়ারের মোঃ আইয়ুব খান, আব্দুল মালেক খান, রওশন রহমান, জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি মোজাম্মেল হক, স্বপন পালসহ অন্যরা।

কর্মশালায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের জন্যে খাসজমি বন্দোবস্ত নিয়ে নানা সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরা হয়। খাসজমি বন্দোবস্তের চেয়ে ভূমিদস্যুদের দখলে গেছে বেশি জমি । আবার গরীবদের জমি বন্দোবস্ত দিলেও প্রভাবশালীদের কারনে ানেকে জমিতে যেতে পারছেনা।

কেয়ারের মোঃ আবু জেয়াদ আজাদ জানান, জেলার হাওর এলাকা মোহনগঞ্জ ইপজেলা সহকারি কমিশনারের কাছে হত দরিদ্র

২৯১জন খাসজমির জন্যে আবেদন করেছেন।এরকম জেলায় আরো অনেকেই আবেদন করেন। অনেক দিন হলেও এসব আবেদনের সুরাহা হয়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার মান্নু বলেন, সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষদের খাসজমি প্রদানে সরকারি নিয়মমতো পদক্ষেপ গ্রহনের আম্বাস দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top