সকল মেনু

মাখনের যত অজানা ব্যবহার

৮.লাইফস্টাইল ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ১৯ মার্চ : মাখন অনেক বিব্রতকর পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধার করতে পারে। জেনে নিন মাখনের বিভিন্ন গৃহস্থালি ব্যবহার সম্পর্কে-

আঠা দূর করতে
কাজ করতে গিয়ে হঠাৎ হাতে আঠা লেগে গেলে বিরক্তির সীমা থাকে না। শক্তিশালী আঠা হলে পানি অথবা সাবান দিয়ে পরিষ্কার করলেও যেতে চায় না সহজে। এক্ষেত্রে আপনার ভরসা হতে পারে মাখন। আঠা যেখানে লেগেছে সেখানে মাখন ঘষে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। চলে যাবে আঠা।

দুর্গন্ধ দূর করতে
মাছ কাটার পর হাতে আঁশটে গন্ধ লেগে থাকে। ছুরি কিংবা বটি থেকেও এ গন্ধ পাওয়া যায়। হাত ও ছুরিতে এক টুকরা মাখন লাগিয়ে কুসুম গরম পানি এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দুর্গন্ধ চলে যাবে।

চেইনের জট ছাড়াতে
অনেক সময় সোনার চেইনে জট লেগে যায়। একটু মাখন ঘষে সুঁই দিয়ে জট ছাড়ান। সাবান পানি দিয়ে ধুয়ে নিন চেইন।

ছুরি মসৃণ করতে
কেক কিংবা রুটি কাটতে গিয়ে হঠাৎ আটকে যাচ্ছে দীর্ঘদিনের অব্যবহৃত ছুরিটি? এক টুকরা মাখন ঘষে নিন। মসৃণ হবে ছুরি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top