সকল মেনু

কাউন্সিলে ভিডিও কনফারেন্সে যোগদান মালয়েশিয়া বিএনপির

indexশামছুজ্জামান নাঈম, মালেয়শিয়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ষষ্ঠ কাউন্সিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছে দলটির মালয়েশিয়া শাখা। ভিডিও কনফারেন্সে যোগ দিতে কুয়ালালামপুরের হোটেল সলিলের বলরুমে শনিবার স্থানীয় সময় সকাল ১০ টায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা সম্মেলনটি সরাসরি বিএনপি লাইভ ডটকম-এর মাধ্যমে উপভোগ করছেন ।
‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’এ শ্লোগানকে সামনে রেখে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউট-এ। সকালে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাউন্সিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
অন্যদিকে লন্ডন থেকে কাউন্সিলে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যোমে কাজ করার আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন মালয়েশিয়া বিএনপির নেতারা।
অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক, সাবেক কমিশনার ও কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য এমএ কাইয়ুম। ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আহসানুল হক বুলু ও তার সহধর্মীনি জুলিয়া হক। ঢাকা মহানগরীর সাবেক ওয়ার্ড কমিশনার ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা খোকন, সাবেক কমিশনার আহসানউল্লাহ হাসান।
এছাড়া অনুষ্ঠানস্থলে উপস্থিত আছেন মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি তালহা মাহমুদ, মোহাম্মদ সাখায়াত হোসেন, গোলাম মোস্তফা,আব্দুল জলিল লিটন, আব্দুর রউফ লিটন, মোহাম্মদ সেলিম ভুইয়া, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক একেএম ফজলুল হক স্বপন, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ রফিকুল ইসলাম (ইলিয়াস), সহসভাপতি মোহাম্মদ মনজু খাঁ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, সেচ্চাসেবক দলের সভাপতি  ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক কায়সার হামিদ হান্নান, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ আলী আকবার, সহদপ্তর সম্পাদক একেএম হাবিবুর রহমান শিশির, মাজুজায়া বিএনপির সভাপতি আখতারুজ্জামান বাদল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব, রাওয়াং বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মানিক, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সুজন, সহ অর্থ সম্পাদক এমএ কালাম, তালেব মোল্লা, নাসির মোল্লা প্রমুখ।
একই অনুষ্ঠানে মো. গিয়াস উদ্দিনকে সভাপতি, মো. আনোয়ার হোসেন সেলিমকে সাধারণ সম্পাদক ও জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে বুকিত বিন্তাং শাখার বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
পরে বাংলাদেশ কালচারাল সেন্টার মালয়েশিয়ার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top