নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া: ধুলাসার ইউনিয়নের চাপলী বাজার সংলগ্ন শিববাড়িয়া নদীর উপর গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি এই ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এলজিইডি কলাপাড়া অফিস সুত্রে জানা গেছে, দুই কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৬৩ মিটার দীর্ঘ এই ব্রিজটি নির্মিত হচ্ছে। ফলে মহিপুর ইউনিয়নের সঙ্গে ধুলাসারের যোগাযোগ সমস্যার সমাধান হবে। একই দিনে প্রতিমন্ত্রী সুধিরপুর, নতুনপাড়া ও ধুলাসার কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া ধুলাসারের তারিকাটায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সাইক্লোন শেল্টার কাম মাদ্রাসার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আব্দুর রহিমসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি এসময় তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।
