সকল মেনু

মানিকগঞ্জে ভুটানের রানিমাতা

২৮.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৭ মার্চ : বাংলাদেশে ৫ দিনের সফরে আসা ভুটানের রানিমাতা তিসেরিং পেম ওয়াংচুক বুধবার মানিকগঞ্জে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে পৌঁছার পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ব্র্যাক কর্মকর্তারা। এ সময় রানিমাতাকে ব্র্যাকের কার্যক্রমের ওপর ২০ মিনিটের একটি ভিডিও চিত্র দেখানো হয়।

পরে তিনি ব্র্যাকের কাঠের তৈষজপত্র তৈরি, ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, এমব্রয়ডারি, সুই সুতাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় রাজকন্যা ও ভুটান ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের ভাইস প্রেসিডেন্ট চিমি ইয়াংজোম ওয়াংচুক, ভুটানের অ্যাম্বাসেডর পেমা ছোদেন, ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের নির্বাহী পরিচালক দর্জি ওম, ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ড. মুস্তাক চৌধুরী, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিভিল সার্জন ইমরান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top