সকল মেনু

সপ্তাহ খানেক পর আসছে সস্তার আইফোন

প্21.রযুক্তি ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ১৬ মার্চ : ২১ মার্চ পাবলিক ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। ইতোমধ্যে ওই ইভেন্টে

কে সামনে রেখে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইমেইলও পাঠিয়েছে মার্কিন এই প্রতিষ্ঠান।

ধারণা করা হচ্ছে, ওই ইভেন্টেই নতুন আইফোন ‘আইফোন ৫এসই’ উন্মোচন করা হবে। পাশাপাশি ৯ দশমিক ৭ ইঞ্চির আইপ্যাড প্রো ও নতুন মডেলের অ্যাপল ওয়াচ উন্মোচন করা হতে পারে।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, ৪ ইঞ্চির এই আইফোন সস্তায় পাওয়া যাবে। ফোনটি দেখতে অনেকটা আইফোন সিক্স এস এর মতো। কিন্তু ফ্রেম তুলনায় ছোট। এতে থাকছে এ নাইন চিপ সেট। অ্যাপল পে এবং লাইভ ফটো’র মতো ফিচার থাকলেও, থ্রি-ডি টাচ থাকছে না।

গোল্ডেন, সিলভার এবং স্পেস গ্রে রঙে ফোনটি পাওয়া যাবে। ১৬ জিবি থেকে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ সংস্করণে আসবে ডিভাইসটি।

আইফোন ৫ এসই এর দাম সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন কিনতে ৪৫০ মার্কিন ডলারের মতো খরচ করতে হবে গ্রাহকদের।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top