সকল মেনু

ঢাকাকে পরিচ্ছন্ন করতে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়’

30.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ মার্চ :   ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও আরো মনোগ্রাহী করে তুলতে দুই সিটি করপোরেশনকে সহযোগিতা করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয় চত্ত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এই কথা জানান।

এএইচ মাহমুদ আলী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা শহরের যে পরিবর্তন ও সৌন্দর্য বর্ধন হয়েছে, তা দেখে ভাল লাগে। তবে ঢাকাকে আরো মনোগ্রাহী করে তুলতে হবে। আর এটি সবল নাগরিকের দায়িত্ব।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি কাজে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। এ কাজে আন্তরিকতা ও সচেতনতা গুরুত্বপূর্ণ। কাজটি প্রত্যেক নাগরিককে নিজের ঘর কিংবা কর্মস্থল থেকে শুরু করতে হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top