সকল মেনু

‘সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রাখবে রাশিয়া’

37.আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৬ মার্চ : সম্প্রতি সিরিয়ায় আইএসবিরোধী অভিযান প্রত্যাহারের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তার ঘোষণার পর সিরিয়ার বিমান ঘাঁটি থেকে ফিরে যেতে শুরু করে রাশিয়ার যুদ্ধবিমানগুলো। কিন্তু এরই মাঝে দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী জানান, সিরিয়ায় বিমান হামলা অব্যাহত থাকবে।

নিকোলা পানকোভ নামের ওই মন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এর আগে মঙ্গলবার পুতিনের ঘোষণা অনুযায়ী রুশ সেনাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।

কিন্তু পানকোভ বলেন, রাশিয়ার একটি দল সিরিয়ায় অবস্থান করবে। তিনি বলেন, আমরা ইতিবাচক ফল পেয়েছি। কিন্তু এখনই সন্ত্রাসের বিরুদ্ধে জয় ঘোষণার সময় আসেনি। তাই রাশিয়ার একটি দল এখনো সিরিয়াতে অবস্থান করবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top