সকল মেনু

দুই ফার্মেসিকে জরিমানা ভ্রাম্যমান আদালতের

৪২অর্থ নীতি ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৫ মার্চ : ওষুধ প্রশাসন অধিদফতরের লাইসেন্স ছাড়া ১৯ ধরনের ওষুধ আমদানি ও বিক্রয় করার অপরাধে রাজধানীর পৃথকস্থানে দুই ফার্মেসিকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রামমাণ আদালত।

র‌্যাব-২ ভ্রামমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সোমবার দুপুর দেড়টায় রাজধানীর কলাবাগান ডাচ ফার্মা নামে একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ওষুধ বিক্রয় করার অপরাধে ডাচ্ র্ফামের্সির মালিক বাবুল সর্দারকে আটক করা হয়। এরপর তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। দুপুর আড়াইটার দিকে র‌্যাবের ভ্রাম্যমান আদালত শেরেবাংলা নগরের আল রাজী ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ওই ফার্মেসির মালিক ইফতেখারুল আলমকে আটক করা হয়। পরে একই অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top