সকল মেনু

ভোলার বোরহানউদ্দিনে কর্মী-সমর্থকদের উপর হামলা-ভাংচুর

indexভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর নেতা-কর্মীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের নির্বাচনী অফিস, দোকান ও বাসা বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে ১০ জনকে গুরুত্বর আহত করেছে। আহতদেরকে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, ভোলায় প্রথম ধাপের নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই চেয়ারম্যান প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে সংঘর্ষ, হামলা, ভাংচুরের ঘটনা ঘটছে। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারের পশ্চিম পাশে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুর রব (নৌকা প্রতীক) এর কর্মী শাওন নেতৃত্বে মফিজ মাতাব্বর, কাজী নয়ন, কামাল মাতাব্বর, কাজী নাছির উদ্দিন, জসিম মাতাব্বরসহ ২০-২৫ জনের একটি দল স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন নিরব মিয়ার কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর চালিয়েছে। তাদের একটি ফার্মেসী, পাটর্স’র দোকান, একটি নির্বাচনী অফিস এবং মোকাম্মেল ভুইয়ার বাসা বাড়ীসহ ৫টি মটরসাইকেল ভাংচুর করে গুড়িয়ে দেয়। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিরব মিয়ার সমর্থক মোঃ সিরাজ, জাহাঙ্গীর আলম, শাহে আলমসহ অন্তত ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এদের মধ্যে শাহে আলমকে ব্যাপক মারধরসহ হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার হাতের মোটা রগ কেটে যায়। আহতদেরকে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাতপাতালে ভর্তি করা হয়েছে।    স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন নিরব মিয়ার সাথে হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকার দলীয় চেয়ারম্যান কাজী আব্দুর রবের কর্মী-সমর্থকরা বিনা উস্কানিতেই আমার কর্মী-সমর্থকদের উপর প্রতিনিয়তই অতর্কিত হামলা চালায়। যাতে করে আমি কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে না পারি তার জন্য তিনি এ হামলা চালিয়েছেন। তারা আমার কর্মী-সমর্থকদের বাসা বাড়ীতেও হামলা চালিয়ে ভাংচুর করে। এমনকি বিভিন্ন সময়ে প্রাণ নাশসহ হুমকি-ধামকি দিয়ে কর্মী-সমর্থকদের হয়রানি করে আসছে। এতে তাদের ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখিন হয়েছে। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুর রব মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত তার মোবাইলটি বন্ধ ছিল। তাই তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top