সকল মেনু

দেশে জঙ্গি উত্থানের চেষ্টা চলছে : আইজিপি

৪৭.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ মার্চ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদের উত্থানে বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমরা  জঙ্গিবাদ নির্মূলে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে রোববার নগরীর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভ‚ইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রফেসর আমির আলী চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের মহিলা বিষয়ক সম্পাদক দিলনাশি মোহসেন, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মো. আলমগীর খান, কোতয়ালী থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক বদরুল হুদা জেনু, জেলা বাস মালিক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার প্রমুখ।

সমাবেশের আগে আইজিপির নেতৃত্বে কমিউনিটি পুলিশিং সদস্য, পুলিশ পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্নাঢ্য র্যা লি বের হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top