সকল মেনু

রংপুরে আগামীকাল থেকে সনোলজিষ্টগণ কর্মবিরতিতে যাচ্ছে

রংপুর অফিস: রিপোর্টিং ফি বাড়ানোর দাবিতে কাল সোমবার থেকে রংপুরে সনোলজিষ্টগণ কর্মবিরতিতে যাচ্ছে। রোববার রংপুর সোসাইটি অফ আল্টাসনোগ্রাফি সমিতির এক সভায় এ কথা জানানো হয়। সমিতির সভাপতি ডা. আ.ফ.ম হোসনে রব্বানী ও সাধারন সম্পাদক ডা. মো: আবদুস ছালাম জানান, রংপুরে প্রাকটিসরত সনোলজিস্টদের রিপোর্টিং ফি ৭০ থেকে ১০০ টাকার পরিবর্তে ১৬৫ টাকা করার দাবি জানিয়ে আসছে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের কাছে। কিন্তু মালিকরা তাদের সে দাবি মেনে নেয়নি। এরই প্রতিবাদে আজ থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। রংপুরে প্রায় ১০০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শতাধিক সনোলজিষ্ট রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top