সকল মেনু

বিএনপি এখন ইউপি নির্বাচনে প্রার্থীই দিতে পারছে না: ত্রাণমন্ত্রী

৪৫.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ মার্চ : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, দেশের উন্নয়ন দেখে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীই দিতে পারছে না।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আকষ্মিক ‘মতলব সেতু’ পরিদর্শনে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ‘মতলব সেতুর কাজ নির্ধারিত সময়ের পূর্বেই শেষ করা হবে। দু’উপজেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলে এ এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন দ্রুত তরান্বিত হবে। এছাড়া দু’উপজেলার বিদ্যুৎ, ব্রীজ, কালভার্ট, রাস্তা ঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন আগামী দু’বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছি।’

মতলব সেতুর প্রায় অর্ধেকের বেশী কাজ শেষ হওয়ায় পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সেতু পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা  কৃষকলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রধান, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব উত্তর ছাত্রলীগের আহবায়ক মিনহাজ্ব উদ্দিন খান, মতলব পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল বাশার মিয়াজী পারভেজ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কিশোর  কুমার ঘোষ, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহীদ প্রধানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ধনাগোদা নদীর উপর মতলব সেতু প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে চলেছে। আগামী ২০১৭সালের মধ্যে এ সেতুর কাজ শেষ করা হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top