সকল মেনু

‘আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পিছানোর কোন সম্ভবনা নেই’

৪৬.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ মার্চ : জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পিছানোর এখন পর্যন্ত কোন সম্ভবনা নেই। নির্ধারিত সময়েই মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। পিছানোর প্রয়োজন হলে কিংবা ইসু হলে ওয়াকিং কমিটিতে আলোচনা করা হবে।

শুক্রবার বিকালে তিনি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, ক্রীড়া উপমন্ত্রী, সংসদ সদস্য, পৌর মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি ময়মনসিংহ বিভাগের উন্নয়নে সব ধরনের আশ্বাস দিয়ে বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেত্রী ময়মনসিংহের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাস্তাঘাটসহ বহ্মপুত্র নদের ২ পাশেই শহরের উন্নয়ন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রী ও কৃষি মন্ত্রী দুপুরে হেলিকপ্টার যোগে দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজে পৌছান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top