সকল মেনু

ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট : রায় ৫ মে

৪৫.নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১১ মার্চ : উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যাস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারিকৃত রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। আগামী ৫ মে এই বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরির নেতৃত্বাধিন হাইকোর্টের ৩ বিচারপতির বিশেষ বেঞ্চ।

সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী। এই আবেদনের উপর হাইকোর্ট ২০১৫ সালে রুল জারি করে। রুলের উপর দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করা হল।

রুলে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। এ ছাড়াও আদালতের আহ্বানে ৫ জন এমিকাস কিউরি শুনানিতে অংশ নেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top