সকল মেনু

ডরিন পাওয়ারের আইপিও লটারির ড্র ১০ মার্চ

৩৮.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ মার্চ : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের লটারির ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সকাল ১০টায় মহাখালীর ট্রাস্ট মিলনায়তনে এই ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যের শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা। কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ২টি সহযোগী কোম্পানির পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয় করবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top