সকল মেনু

সবচেয়ে বড় সামরিক মহড়ায় দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র

৪৩.আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৮ মার্চ: দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সোমবার এ যাবতকালের তাদের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া আবারো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ‘নির্বিচারে’ পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছে।

দেশ দুইটির বার্ষিক সামরিক মহড়াকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে সব সময়ই উত্তেজনা বেড়ে যায়। কিন্তু এ বছর উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষা ও দূরপাল্লার রকেট উেক্ষপণের ফলে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। উত্তর কোরিয়া এ ধরনের হঠকারিতামূলক কর্মকাণ্ড চালানোয় জাতিসংঘ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপ করেছে।

‘কি রিসলভ এ্যান্ড ফোয়াল ঈগল’ নামের এ যৌথ মহড়ায় দক্ষিণ কোরিয়ার তিন লাখ ও যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সৈন্য অংশ নিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বিমানবাহিনীর যুদ্ধ বিমানও মহড়ায় অংশ নিচ্ছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top