সকল মেনু

শিক্ষাবিদ খন্দকার নজরুল ইসলামের ইন্তেকাল

index কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ খন্দকার নজরুল ইসলাম রোববার দিবাগত রাত সাড়ে ১২টার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে——-রাজিউন)। তিনি আরটিভি’র কুড়িগ্রামস্থ স্টাফ রিপোর্টার আলোকিত বাংলাদেশ ও নিউ নেশন পত্রিকা জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক স¤্রাটের পিতা।
মরহুম খন্দকার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় ৪০ বছর নাজিমখাঁন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে কুড়িগ্রাম প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top