সকল মেনু

পুলিশ পাহারা নিয়ে বেনাপোলে গেল কমিউটার ট্রেন

download (3)রিপন হোসেন, যশোর থেকে :ইঞ্জিনে পুলিশ পাহারা নিয়ে রোববার খুলনা থেকে বেনাপোলে গেলো কমিউটার ট্রেন। নাভারণে ওই ট্রেনের ইঞ্জিনে চোরাচালানী দুর্বৃত্তদের হামলা ও চালককে অস্ত্র ঠেকিয়ে ট্রেন থামানোর ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার শিকার ট্রেন চালক তাপস কুমার ভৌমিক জানান, ট্রেনের ইঞ্জিনে ও চালকদের ওপর হামলার ঘটনায় শনিবার সন্ধ্যায় এ নিয়ে খুলনায় জরুরি সভা করে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি সমিতি। সভায় রেলওয়ে কর্মচারিদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। তিনি জানান, শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার সকালে বেনাপোলগামী কমিউটার ট্রেনটি খুলনা থেকে ছাড়ার সময় ইঞ্জিনে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার যশোরের নাভারণ স্টেশনে কমিউটার ট্রেনের ইঞ্জিনে সহকারী চালকের ওপর হামলার পর চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ট্রেন থামাতে বাধ্য করে ওই দুর্বৃত্তরা। ভারত থেকে অবৈধপথে আনা চোরাচালানী পণ্য ওঠানো ও নামানোর জন্য এ ঘটনা ঘটায় তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top