সকল মেনু

নরসিংদীতে কলেজে ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

download (2)নরসিংদী প্রতিনিধি:নরসিংদী সরকারী কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র প্রদীপ দাসকে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে কলেজের ক্যাম্পাস প্রাঙ্গনে কলেজের শিক্ষার্থী ও নরসিংদী বাসী নামক একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে খলেজের শিক্ষক,শিক্ষার্থী কলেজের সাবেক ছাত্র নেতা সহ শতাধিক শিক্ষার্থী মানবন্ধনে অংশ নেয়।হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ছাত্র সংসদের সাকেব জি এস ও কেন্দ্রী ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম কাইয়ুম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগাঠনিক সম্পাদক দীপক বর্মন প্রিন্স প্রমূখ।এ সময় বক্তারা আগামী এক মাসের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন।উল্লেখ্য নিহত প্রদীপ দাস নরসিংদী সদর উপজেলার বানিয়াছল গ্রামের জুতা ব্যবসায়ী অনুকুল দাসের ছেলে। গত ৩ জুলাই সন্ধা ৬টার দিকে মাসুম নামের একটি ছেলে এসে তাকে বাড়ী ডেকে নিয়ে যায়। এর পর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। ওইদিন রাতেই মোবাইলে ফোনে নিহতের পরিবারের কাছে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে অপহরন কারীরা। টাকা দিতে ব্যর্থ হলে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে অপহরণকারীরা। সর্বশেষে গত শনিবার নরসিংদীর মেঘনা নদীতে নিহতের হাত পা বাঁধা লাশ ভেসে উঠলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে অপহৃত প্রদীপের পিতা লাশ শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, নিহত প্রদীপকে শারিরিক ভাবে নির্যাতন করে হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top