সকল মেনু

মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবী

download (1)মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে:নাটোরের সিংড়া থানা ছাত্রদলের অভ্যন্তরীন দ্বন্দ্বে এক পক্ষের হামলায় অপর পক্ষের দুইজন আহত হওয়ার ঘটনায় সিংড়া পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা মেয়র সমিতি (ম্যাব) এর মহাসচিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। রোববার বিকেলে নাটোর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিংড়া শহর বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা যুবদলের সভাপতি তাইজুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাদারণ সম্পাদক আব্দুল্লা আল কাফি, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত শুক্রবার সকাল ১১টার দিকে সিংড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যাপক শামীম আল রাজী প্রধান অতিথির বক্তব্য দেন। ঠিক একই সময় সিংড়া বাসস্ট্যান্ডে ছাত্রদলের অভ্যন্তরীন দ্বন্দ্বে এক পক্ষের হামলায় অপর পক্ষের দুইজন আহত হওয়ার ঘটনায় মেয়র শামিম আল রাজী সহ থানা বিএনপির প্রায় ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল করিম, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান সাধু, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন মিন্টু, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর মোহম্মদ ও ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেনকেও আসামী করা হয়। সংবাদ সম্মেলনে ছাত্রদলের অভ্যন্তরীন এই দ্বন্দ্বে সংঘঠিত ঘটনায় মেয়র শামীম আল রাজী সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানানো হয়। এদিকে নাটোরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসর্মপন করে রোববার মেয়র শামিম আল রাজী সহ অন্য অভিযুক্তরা জামিন নিয়েছেন। দলীয় আধিপত্য নিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র শামিম আল রাজীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধে তাদের অনুসারী থানা ছাত্রদলের দু’পক্ষের মধ্যে অভ্যন্তরীন দ্বন্দ্বে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেন।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top