সকল মেনু

সোনার দাম ফের বাড়ল

 

Gold11457167962অর্থনৈতিক প্রতিবেদক : এক মাসের ব্যবধানে তৃতীয় দফায় দেশের বাজারে বাড়ল সোনার দাম। নতুন দফায় ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ১ হাজার ১৯৩ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন দর ‌নির্ধারণ ক‌রে‌ছে। আগামী সোমবার (৭ মার্চ) থেকে সারা দে‌শে এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত ৪ ও ১১ ফেব্রুয়ারি দুদফা সোনার দাম বাড়ায় সংগঠনটি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্র জানায়।

বাজুস সূত্রে জানা গেছে, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৩৬০ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০৮ টাকা।

আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪৪ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৫ হাজার ১৩৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) ১ হাজার ৪৯ টাকা করে বিক্রি হবে।

চলতি বছর এ পর্যন্ত চারবার এবং এক মাসের ব্যবধানে তিনবার দেশের বাজারে বাড়ল সোনার দাম। এর আগে গত ১১ ফেব্রুয়ারি সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২৫৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা ১৩ ফেব্রুয়ারি কার্যকর হয়। এর আগে ৪ ফেব্রুয়ারি আরেক দফা দাম বাড়ে সোনার। সেই সময় ভরিতে ১ হাজার ২৩২ টাকা বাড়ানো হয়েছিল, যা ৬ ফেব্রুয়ারি কার্যকর হয়। চলতি বছর প্রথম ১১ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top