সকল মেনু

গীতা পাঠ ও ধর্মীয় শিক্ষালয়ের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জindex প্রতিনিধি: সিরাজগঞ্জের কালীবাড়ি গোবিন্দ বাড়ী মন্দিরে প্রতিষ্ঠিত সহজ পদ্ধতিতে গীতা পাঠ ও ধর্মীয় শিক্ষালয়ের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ট্রাক যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়। পরে শিক্ষালয়ের অন্য তম পরিচালক কার্তিক বর্মনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুৃজা উদযাপন পরিসদের সহ-সভাপতি ও কালীবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট রঞ্জিত মন্ডল স্বপন,জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু,যুগ্ন সম্পাদক হীরক গুন,সঞ্জয় সাহা,মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাষ,এ্যাডবোকেট অরুন সাহা,তুলসী সাহা,শিক্ষালয়ের অধ্যক্ষ কৃষ্ণলাল বর্মন,প্রশিক্ষক রতন চক্রবর্তী,জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক দিলীপ গৌর,যুগ্ন আহবায়ক গৌরাঙ্গ ঘোষ,সদস্য সচীব রিংকু কুন্ডু,সাংবাদিক অশোক ব্যানার্জী,বাবু শীল। আলোচনা সভা শেষে শিক্ষালয়ের শিক্ষার্থীরা গীতাপাঠ,চন্ডী পাঠ এবং সংগীত পরিবেশন করেন। আলোচনা সভায় বক্তারা ব্যতিক্রম ধর্মী এই প্রতিষ্ঠান কে সিরাজগঞ্জ ব্যাপি চরিয়ে দেয়ার আহবান জানান পাশাপাশি সহযোগীতা প্রদানের আশ্বাষ প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র যুব ঐক্য পরিষদ নেতা ও জেলা সনাতনী বিদ্যার্র্থী সংসদের আহবায়ক সম্পদ দাশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top