সকল মেনু

মৎস্য সেক্টরের অবদান বিষয়ে মতবিনিময় সভা

Chuadanga Picture--1-- (Motso Motbinimoy)চুয়াডাঙ্গা প্রতিনিধি:জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৩ উপলক্ষে চুয়াডাঙ্গায় গণমাধ্যম কর্মীদের সাথে মৎস্য সেক্টরের অবদান বিষয়ে দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বজলুর রশীদ সভায় সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চুয়াডাঙ্গার সভাপতি মানিক আকবর ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক মাহতাব উদ্দিন।মতবিনিময়সভায় চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অংশ নেন। এতে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য জরীপ কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সদর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসট্যান্ট আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। মাছের উৎপাদন আরো বাড়ানোর জন্য মৎস্য বিভাগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এছাড়াও মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের নানা দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top