সকল মেনু

ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

DUG03032016 হটনিউজ ডেস্ক:  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে আজ দুপুরে দায়িত্ব হস্তান্তর করেছে ডিইউজের বিদায়ী কমিটি। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ২ বছরের জন্য নির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন। সাবেক নেতারা ফুল দিয়ে নব নির্বাচিত কমিটির নেতাদের বরণ করে নেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ডিইউজে’র বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী। শেষ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি শাবান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, আকরাম হোসেন খান, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, সিনিয়র সাংবাদিক কাজী আবদুল হান্নান ও তরুন তপন চক্রবর্তী।

নেতৃবৃন্দ অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির কারণে সাংবাদিকদের বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে যা অবিলম্বে সমাধান প্রয়োজন। নেতৃবৃন্দ বাংলা নববর্ষে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের বৈশাখী ভাতা প্রদানের জন্যও মালিক কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top