সকল মেনু

দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু: আলামত পরীক্ষায় আদালতের অনুমতি

index আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম: রাজধানীর রামপুরার বনশ্রীতে ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জব্দ করা আলামতের ডিএনএ প্রোফাইলিং ও রাসায়নিক পরীক্ষার জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন। এরআগে রামপুরা থানার উপপরিদর্শক সোমেন কুমার বড়ুয়া অনুমতি চেয়ে আদালতে এ আবেদন করেন। পুলিশের আবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১১টি আলামতের ডিএনএ পরীক্ষা এবং দুটি আদালতের রাসায়নিক পরীক্ষার জন্য অনুমতি প্রয়োজ। এরমধ্যে ডিএনএ পরীক্ষার জন্য যে আলামত সেগুলো হলো বিছানার চাদর, বালিশের চারটি কভার (সাদা-কালো-লাল স্ট্রাইপ), একটি কম্বল, পুরোনো কামিজ, সাদা টিস্যু, খাবারের দাগ লাগানো সংবাদপত্রের পাতা, সাদা কাপড়ের টুকরো ও একটি জর্জেট ওড়না। এছাড়া রাসায়নিক পরীক্ষার আলামত দুটি হলো চাইনিজ খাবারের অবশিষ্টাংশ ও বোতলের সংরক্ষিত পানি। এরআগে গত সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নুসরাত আমান ও আলভী আমান নামের দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। পরে তাদের পরিবার থেকে অভিযোগ করা হয়, চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার সোমবার দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার সকালে শিশু দুটির লাশ ময়নাতদন্ত করা হয়। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, দুই ভাই-বোনের গলায় আঘাতের চিহ্ন আছে। তা ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও অনেক আঘাতের চিহ্ন আছে। এ থেকে তাঁরা ধারণা করছেন শিশু দুটিকে হত্যা করা হয়েছে। নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (প্রধান শাখা) পঞ্চম শ্রেণিতে পড়ত। আলভী পড়ত হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top