সকল মেনু

অধিনায়ক মামুনুল এক বছরের জন্য নিষিদ্ধ

sssss1456909162  ক্রীড়া ডেস্ক : সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত বাফুফের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছিল অনেক দিন আগেই। অভিযুক্ত সাত ফুটবলারের আত্মপক্ষ সমর্থনের জবাবও গ্রহণ করেছে বাফুফের আরেকটি কমিটি। যেখানে অভিযুক্ত ফুটবলারদের যুক্তি ও জবাবগুলো শুনেছেন বাদল রায় ও আনোয়ারুল হক হেলাল।

সবাই অপেক্ষায় ছিলেন চূড়ান্ত সিদ্ধান্তের। অবশেষে এল সেই সিদ্ধান্ত।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও অসদাচরণের জন্য জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ও জাহিদ হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর সোহেল রানা ও ইয়াসিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মো. শহিদুল আলম (সোহেল), ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না ও আতিকুর রহমান মিশুকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা কেবল জাতীয় দলের ক্ষেত্রে প্রযোজ্য। ঘরোয়া লিগে খেলতে তাদের কোনো বাধা নেই।

ভারতের অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও ঘরের মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে ব্যর্থতাসহ সম্প্রতি বাজে পারফরমেন্সের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top